সুনামগঞ্জ পৌর কলেজে বৃক্ষরোপণ কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত।

সুনামগঞ্জ পৌর কলেজে বৃক্ষরোপন অভিযান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৩-০৮-২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১টায় এর শুভ উদ্বোধন করেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম ,এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব নোয়াজ উদ্দিন, সহকারি অধ্যাপক জনাব আবু নাসের, সহকারি অধ্যাপক জনাব শুভংকর তালুকদার, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রভাষক কামাল হোসাইন,  শারীরিক শিক্ষার শিক্ষক আলমগীর আহমেদ তালুকদার ও অন্যান্য শিক্ষক, কর্মচারীবৃন্দ। এবার এই বৃক্ষরোপণ অভিযানে ফলজ, বনজ ও ঔষধি জাতের শতাধিক গাছ রোপণ করা হয়। এ বিষয়ে অধ্যক্ষ মহোদয় বলেন কলেজের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।